
প্রবাসীরা দেখে নিন আজকের কাতার রিয়ালের বিনিময় মূল্য। মনে রাখবেন, যেকোন সময় মুদ্রার বিনিময় মূল্য উঠা-নামা করতে পারে। প্রবাসী ভাইদের উদ্দেশে বলছি আপনারা বিনিময় মূল্য (রেট) জেনে দেশে টাকা পাঠাতে পারেন। সেক্ষেত্রে আমাদের ওয়েব সাইট বা আপনার নিকটস্থ ব্যাংক হতে টাকার রেট জেনে নিতে পারেন। যখন বৈদেশিক মুদ্রার রেট বৃদ্ধি হয় তখন দেশে বৈদেশিক মুদ্রা পাঠালে বেশি টাকা পেতে পারেন।
এক নজরে আজ কাতার রিয়ালের রেট: মানিগ্রাম ২৩ টাকা ২৯ পয়সা, আল জামান এক্সচেঞ্জ ২৩ টাকা ৩৯ পয়সা, গালফ এক্সচেঞ্জ ২৩ টাকা ৩৯ পয়সা, আলদার এক্সচেঞ্জ ২৩ টাকা ৩৯ পয়সা, ওয়েস্টার্ন ইউনিয়ন ২৩ টাকা ২৫ পয়সা, লুলু এক্সচেঞ্জ ২৩ টাকা ১৩ পয়সা, এরাবিয়ান এক্সচেঞ্জ ২৩ টাকা ৩৩ পয়সা
কাতারে বাংলাদেশি টাকায় রিয়ালের রেট বেড়েছে। আজকের হিসেবে রিয়ালের রেট বেশি দিচ্ছে গালফ এক্সচেঞ্জ, আল জামান এক্সচেঞ্জ ও আলদার এক্সচেঞ্জে। ফলে এই এক্সচেঞ্জগুলো থেকে টাকা পাঠালে অন্যান্য একচেঞ্জের তুলনায় বেশ ভালো রেট পাবেন প্রবাসীরা।
হুন্ডিতে রেমিটেন্স পাঠানো একটি অ’বৈধ পন্থা, এই পথে টাকা পাঠাবেন না। আপনারা ব্যাংকের মধ্যমে বাংলাদেশে টাকা পাঠান এতে আপনার টাকার গ্যারান্টি আছে, বাংলাদেশের রেমিটেন্স বাড়বে দেশের উপকার হবে।
Leave a Reply