
কুমিল্লায় পুলিশের সাথে সাধারণ মানুষের তুমুল সংঘর্ষ কুমিল্লায় পূজা মন্ডপে কোরআন অবমাননার প্রতিবাদ করায় সাধারণ মানুষের উপর পুলিশের গুলিবর্ষণ । কুমিল্লা মক্কিনগর মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস সালাম শরাফতি সহ আরও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন ।
কুমিল্লা সদরের নানুয়ার দিঘীরপাড়ের পুজামণ্ডপে পবিত্র কুরআনুল কারীম অবমাননা । ফুঁসে উঠেছে এলাকাবাসী । আজ সকাল থেকেই সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে
দল – মত – নির্বিশেষে সাধারণ মুসলমানগন নারায়ে তাকবীরের ধ্বনিতে রাজপথ কাঁপিয়ে তুলেছে । গতরাতে স্থানীয় পূজামণ্ডপে মূর্তির পায়ের নিচে কোরআন শরীফ রাখা হয় বলে এলাকার কিছু মুসলমানের চোখে পড়ে । এরপর মুহূর্তের মধ্যে খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে ভোর পাঁচটা
থেকেই সেখানে মানুষজন একত্রিত হতে থাকে । অপরাধীদের বিচারের দাবিতে ফুঁসে ওঠে তৌহিদী মুসলমান । এই বিষয়টা নিয়ে আমরা বর্তমান সরকারের আন্তরিকতা দেখার অপেক্ষায় আছি । স্থানীয় ওলামায়েকেরাম এবং ইসলামী আন্দোলন
বাংলাদেশ – এর নেতৃবৃন্দ পরিস্থিতি স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করছেন এবং তারা স্থানীয় মেয়র এবং প্রশাসনের সাথে আলাপের মাধ্যমে অপরাধীদের গ্রেফতারের দাবি জানাচ্ছেন । কোরআন মুসলমানের হৃদয়ের স্পন্দন । খুব দ্রুত সময়ে কোরআনের এই অবমাননার সঠিক বিচার হতে হবে ।
Leave a Reply